চলো শিখি এখনই
March 13, 2025 2025-03-26 10:32চলো শিখি এখনই
সাধারণ প্রশ্ন ও উত্তর
হোম স্কুলের কোর্সে কীভাবে যোগ দিতে পারি?
হোম স্কুলের ওয়েবসাইটে গিয়ে তোমার নাম, ফোন নম্বর বা ইমেইল দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করো। এরপর তোমার পছন্দের কোর্স নির্বাচন করে পেমেন্ট সম্পন্ন করলেই ক্লাস শুরু করতে পারবে।
আমি কেন সম্পূর্ণ কোর্স, ভিডিও বা নোট দেখতে পাচ্ছি না?
কোর্সে ভর্তি হলেই তোমার ড্যাশবোর্ডে সব লাইভ ক্লাস, ভিডিও, অডিও নোট, কুইজ এবং অন্যান্য কোর্স ম্যাটেরিয়ালস পেয়ে যাবে৷
হোম স্কুলের ক্লাস কোথায় হয়?
সব ক্লাস অনলাইনে নির্দিষ্ট মডিউল ও সময়সূচি অনুসারে পরিচালিত হয়।
আমি আমার স্টুডেন্ট ড্যাশবোর্ড কোথায় পাবো?
ওয়েবসাইটে লগইন করার পর উপরের ডান পাশে তোমার নাম দেখতে পাবে। সেখানে মাউস কার্সার নিয়ে গেলে ‘ড্যাশবোর্ড’ অপশন আসবে, সেটিতে ক্লিক করলেই তুমি তোমার ড্যাশবোর্ডে সবকিছু পেয়ে যাবে৷
রেকর্ড করা ক্লাস বা ভিডিও কোথায় পাবো?
লগইন করার পর, উপরের ডান পাশে ‘আমার কোর্স’ অপশন দেখতে পাবে। সেখানে ক্লিক করলেই তোমার ক্লাসের সব ভিডিও পেয়ে যাবে।
হোম স্কুলের পরীক্ষায় কীভাবে অংশ নেবো?
‘আমার ক্লাস’ অপশনে গিয়ে যে কোর্সে ভর্তি হয়েছো সেটিতে ক্লিক করো। সেখানে ভিডিও, অ্যাসাইনমেন্টসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী থাকবে। পরীক্ষায় অংশ নিতে ‘অ্যাসাইনমেন্ট’ অপশনে ক্লিক করো।
হোম স্কুলের কি কোনো অফলাইন শাখা আছে?
না, হোম স্কুল একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম। ফলে তুমি যেকোনো স্থান থেকে ক্লাস করতে পারবে।
কিভাবে কোর্সের পেমেন্ট করবো?
রেজিস্ট্রেশন করার পর আমাদের একজন প্রতিনিধি তোমার সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেবে।
কোনো টেকনিক্যাল সমস্যা হলে কী করবো?
ডেস্কটপ বা ল্যাপটপ ব্যবহার করলে ড্যাশবোর্ডের উপরের ডান পাশে ‘সাপোর্ট’ অপশনে গিয়ে সমস্যার বিবরণ লিখে জমা দিতে পারো। মোবাইল অ্যাপে থাকলে ‘সমস্যা জমা দিন’ অপশন ব্যবহার করো।
যেকোনো প্রয়োজনে আমাদের হেল্পলাইন নম্বরে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত যোগাযোগ করতে পারো।